সরকার ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকতে পারবে না: নুরুল হক

অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করে নুরুল হকের গণঅধিকার পরিষদ। ঢাকা, ১৩ নভেম্বর
ছবি: প্রথম আলো

বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, সরকার ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকতে পারবে না। অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। সমাবেশের আগে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় ও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেখানে নুরুল হক অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ, যুবলীগ ও প্রশাসনের এজেন্টদের দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে সরকার।

নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নুরুল হক বলেন, ‘অবরোধ চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল, অবরোধ চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনও আমরা ঘোষণা করব। দেশের অস্তিত্ব রক্ষায় এই সরকারের সঙ্গে আমরা কোনো আপস করব না।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আন্দোলন থামাতে এই সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করছে। রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। আমাদেরও যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে। হামলা-মামলার শিকার কিংবা গ্রেপ্তার হলেও আন্দোলন থামবে না।’

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, আবদুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল, রবিউল হাসান প্রমুখ।