হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা এক যুবক প্রবেশের চেষ্টা করেছেন বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই প্রবেশের চেষ্টাকে রহস্যজনক বলেছেন তিনি। এ ঘটনা কোনো চক্রান্ত কি না, সে প্রশ্ন তুলেছেন।
আজ রোববার পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতা রিজভী বলেছেন, গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তাঁর (খালেদা জিয়া) নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই নেতা।
রিজভী আরও বলেন, অজ্ঞাতনামা যুবকের কেবিনে প্রবেশের চেষ্টা রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। এটা কোনো গভীর চক্রান্তের অংশ কি না, সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সেই থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।