সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রাণবন্ত একজন মানুষ, পজিটিভলি দেখতেন সবকিছু। তাঁর ক্ষেত্রে সীমাবদ্ধতা যেটা আছে সেটা তো আছেই।’
আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
দুই মেয়াদে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে, তাতে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা তো ইতিহাস বিচার করবে। তবে আমাদের দিক থেকে পরিষ্কার করে বলতে পারি যে তাঁর কাছে আমাদের প্রত্যাশাও ছিল না। কারণ, প্রেসিডেন্ট হিসেবে তাঁর খুব কিছু একটা করারও ক্ষমতা নাই। তিনি হচ্ছেন পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সে জন্য তাঁর পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।’
আজ দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন থেকে নিকুঞ্জে নিজের বাসায় ওঠেন। বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনারসহ সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এবং চলমান আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন।