ফরিদপুরের নগরকান্দায় বিধবা আসমা বেগমকে উচ্ছেদ করতে কথিত এক বিএনপির নেতা তাঁর বসতবাড়ি ভেঙে দিয়েছেন। এ খবর শুনে আজ সোমবার তাঁর বাড়িতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফরিদপুরের নগরকান্দায় বিধবা আসমা বেগমকে উচ্ছেদ করতে কথিত এক বিএনপির নেতা তাঁর বসতবাড়ি ভেঙে দিয়েছেন। এ খবর শুনে আজ সোমবার তাঁর বাড়িতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নগরকান্দার সেই বিধবার পাশে দাঁড়ালেন রিজভী

ফরিদপুরের নগরকান্দায় বিধবা আসমা বেগমকে উচ্ছেদ করতে সালাহউদ্দিন কবির নামে কথিত এক বিএনপির নেতা তাঁর বসতবাড়ি ভেঙে দিয়েছেন। খবরটি জেনে আজ সোমবার আসমা বেগমের বাড়িতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি তাঁকে নগদ অর্থ সহায়তা দেন।

একই সঙ্গে বিএনপির নেতা পরিচয়ে যে ব্যক্তি ঘরটি ভেঙেছেন, তিনি যেন নিজ খরচে ঘরটি পুনর্নির্মাণ করে দেন—রিজভী এ নির্দেশনা দেন ফরিদপুর জেলা ও নগরকান্দা থানা বিএনপির নেতাদের।

বিএনপির সূত্র জানিয়েছে, বিধবার ঘর ভাঙার খবরটি জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিধবার বাড়িতে পাঠান।

সকালে নগরকান্দায় গিয়ে রুহুল কবির রিজভী বলেন, যাঁরা সমাজে অপরাধ করবেন, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যে আদর্শের হোক—তাঁর উপযুক্ত বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই নির্দেশ দিয়েছেন।

রিজভী বলেন, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যিনি ভেঙেছেন, তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। নিঃসন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, যে আদর্শের, যে দলের লোকই হোন, যাঁরা অপরাধ করেননি, তাঁরা যেন কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন। তাঁর বাড়িঘরে কেউ যাতে আক্রমণ না করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘যে ব্যক্তি এই কাজ করেছে, সে ব্যক্তিকেই সবকিছু নির্মাণ করে দিতে হবে। আমরা আমাদের জেলার এবং থানা বিএনপির নেতাদের সেটা বলে যাচ্ছি।’

রুহুল কবির রিজভী সম্প্রতি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ও উল্লেখ করেন। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ঢাকায়-খুলনায় দেখলাম, কিছু রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানো হয়েছে। আমরা এর সম্পূর্ণ বিরোধী। আমরা এর তীব্র নিন্দা করি। কারণ, যারা মানুষকে আক্রমণ করছে না, যারা সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে না, তাদের ওপর আক্রমণ করে যদি শান্তি-শৃঙ্খলা নষ্ট করা হয়, এটা কাম্য নয়।’

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন ও স্বেচ্ছাসেবক দল নেতা তুসার উপস্থিত ছিলেন।