যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে প্রায় দেড় মাস পর আজ ঢাকায় ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও দল সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে। দলের রদ বদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
আজ শুক্রবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। এর আগে ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
দেশে ফিরে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বিএনপির এ নেতা বলেন, দেশের সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে। তা না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের কোনো লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ বিভিন্ন পর্যায়ে যে রদ বদল করা হয়েছে, সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটি স্বাভাবিক সাংগাঠনিক প্রক্রিয়া। দলের রদ বদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার কয়েক দিন পর ২ নভেম্বর গভীর রাতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পান তিনি। তখন থেকেই বিএনপির এই নেতা অসুস্থ ছিলেন।