বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে ‘সতর্ক পাহারায়’ রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ রোববার ঢাকার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে ফুটপাতে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। তবে অন্যান্য দিনের তুলনায় আজ পাহারায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের উপস্থিতি কম।
অবরোধের প্রথম দিনে রাজধানীতে যানবাহন চলাচল কম। তবে প্রথম দফার অবরোধের তুলনায় এবার কিছুটা বেশি।
আজ সকাল থেকে ঢাকা উত্তর সিটির আওতাধীন কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখে যায়, গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি সড়কের মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। কেউ কেউ অবরোধের বিরুদ্ধে স্লোগানসহ মিছিলও করছেন।
ফার্মগেটের তেজকুনীপাড়া কল্যাণ সমিতির ১ নম্বর ফটকের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা। সেখানে কথা হয় ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারীর সঙ্গে। তিনি বলেন, ‘জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আওয়ামী লীগ মাঠে আছে। আমরা রাজপথে থাকায় লোকজন সাহস পাচ্ছে।’
গত সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের পর আজ রোববার থেকে আবার দুই দিনের অবরোধ কর্মসূচি নিয়েছে বিএনপি। আগের তিন দিনের কর্মসূচির প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোড়ে মোড়ে পাহারায় ছিলেন।
তবে অন্যান্য দিনের তুলনায় আজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি কিছুটা কম। এ বিষয়ে নেতা-কর্মীরা দুটি কারণের কথা বলছেন। প্রথমত, গতকাল শনিবার মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত উদ্বোধন উপলক্ষে বড় কর্মসূচি ছিল। নেতা-কর্মীদের অনেকেই ক্লান্ত। আর দ্বিতীয়ত, আগে পাহারার স্পটের সংখ্যা কম ছিল। এখন প্রতিটি ওয়ার্ডের বেশ কয়েকটি স্থানে ভাগ হয়ে নেতা-কর্মীরা বসছেন।
এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারী বলেন, গত সপ্তাহে বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির বিপরীতে ২৬ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা ফার্মগেট এলাকায় অবস্থান করতেন। আজ বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় ভাগ হয়ে বসেছেন। এ ছাড়া গতকালের বড় কর্মসূচির প্রভাব আছে।
আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ‘পাহারায়’ আছেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ক্ষমতাসীন দলের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার বাইরে মহানগর থেকে শুরু করে জেলা-উপজেলার প্রতিটি সাংগঠনিক স্তরে নেতাদেরও অবরোধের সময় রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখে মাঠে থাকবেন।