জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে ভয়ে পেয়েছে। আন্দোলন দমন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে তারা। এ জন্য পুলিশ দিয়ে, মামলা দিয়ে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায়।

গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম শাখা শনিবার সকালে এই সভার আয়োজন করে।

সভায় জোনায়েদ সাকি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী আরেকটি দিন ক্ষমতায় থাকা মানে দেশের জনগণের দুর্ভোগ আরও এক দিন বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত করতে দরকার রাষ্ট্র–সংস্কার। এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা, যা এই ফ্যাসিবাদী শাসকের অধীনে সম্ভব নয়।

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সদস্য জবিউল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির আহ্বায়ক কফিল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব সেলিম নূর, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী অপূর্ব নাথ ও মোজফফর আহম্মেদ, নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী ফাহিম শরীফ খান।