তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।
চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেশন শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এরপর বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা বিশ্বময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা, তাঁর প্রতি বিশ্বনেতাদের এবং বিশ্ব অঙ্গনের যে আস্থা, সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অত্যন্ত সফল সফর করে এসেছেন। পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিশ্বব্যাংক নিজেরাই বাংলাদেশকে প্রায় ২৪ হাজার কোটি টাকা ঋণসহায়তার প্রস্তাব করেছে। জাপান বিভিন্ন প্রকল্পে তিন হাজার কোটি ইয়েন সাহায্য করবে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন যে “আপনি আমাদের আইডল, আমার মেয়েদেরও আইডল।” আর বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক নিয়ে ১৬ মে জাতিসংঘ “দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ” প্রস্তাব এনে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, সেই প্রস্তাব বাংলাদেশের সঙ্গে ৭১টি দেশ কো-স্পন্সর করেছে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বময় আছে কি না, তা বলার কোনো প্রয়োজন নেই। যাদের বুদ্ধি, বোধশক্তি আছে, তারা এগুলো বুঝতে পারে, শুধু বিএনপি নেতারাই তা বোঝেন না। দৃষ্টিহীনতা ও শ্রবণহীনতার সঙ্গে তাঁরা বোধশক্তিহীনও হয়ে গেলেন কি না, সেটি আমার বোধগম্য নয়।’
বিএনপির আন্দোলন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, গাড়ি বসে গেলে সেটিকে মাঝেমধ্যে যেমন স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সে রকম। কারণ, বিএনপি দলটাই তো বসে গেছে। যাতে জং ধরে না যায়, সে জন্য মাঝেধ্যে স্টার্ট দেওয়ার মতো তারা আন্দোলনের কর্মসূচি দেয়। এ ছাড়া অন্য কোনো কিছু নয়।