১০০ দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়, বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থাসহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে।
গত ১৫ বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসনের পুরোটাই ‘আওয়ামী দলীয় ক্যাডারে’ পরিণত হয়েছে মন্তব্য করে মুহাম্মদ রেজাউল করিম বলেন, এ বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, তা বোঝা যায়। কিন্তু এটা এমন কোনো জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ চালাতে পারবে না। তাই এখনো যাঁরা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছেন, তাঁদের সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলায় নিয়ন্ত্রণ আনা, পতিত স্বৈরাচারের বিচার করা, সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এর সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা, নতুন উপদেষ্টাসহ সব নিয়োগে স্বচ্ছতা আনার পরামর্শও দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা।