ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যকে মিথ্যাচার, হত্যাকাণ্ডের চেয়েও নারকীয় ও বীভৎস বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত ২০১৩, ’১৪, ’১৫ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল, এখনো একই কায়দায় সেটি করছে, এটি দিবালোকের মতো স্পষ্ট। গত পরশু তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন দিয়ে নারকীয়ভাবে মা ও সন্তানসহ আরও দুজনকে এবং ইতিপূর্বে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার চেয়েও বেশি জঘন্য কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও নারকীয় ও বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।’
গত মঙ্গলবার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছিলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। কে এই ঘটনা ঘটিয়েছে, তা সুস্পষ্ট। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে।
হাছান মাহমুদ বলেন, যারা এসব ঘটনা ঘটিয়ে, ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে, তারাও সমান অপরাধী। জনগণের দাবি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। শুধু আগুনসন্ত্রাসী না, তাদের হুকুমদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
নির্বাচনে বিএনপির অসহযোগ আন্দোলন ও ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘যে যত কথাই বলুক, নির্বাচনবিরোধীরা যত চেষ্টাই করুক, ব্যাপক ভোটার উপস্থিতি হবে, এতে কোনো সন্দেহ নেই। ভোটার উপস্থিতির জন্য বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর বিএনপির অসহযোগ আন্দোলনে তাদের কর্মীরাই নেতাদের সহযোগিতা করছে না।’