বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করছেন। আজ শুক্রবার বেলা তিনটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টি বেলা তিনটা পর্যন্ত পুরোপুরিভাবে থামেনি। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে পানিও জমে গেছে। এমন পরিস্থিতির মধ্যেও সমাবেশ চলছে।
সমাবেশে মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক খান বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তারেক রহমানের বিরুদ্ধে সাজা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে সভামঞ্চে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, বিএনপির চেয়ারপারসনে উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।