রাজধানীর বিজয়নগর এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।
পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।
এ সময় ওই সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর নেতা–কর্মীরা সড়ক থেকে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। মিছিলটি কাকরাইল মোড়, নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।