জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণ-অবস্থান

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণ-অবস্থান কর্মসূচি
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গণতন্ত্র মঞ্চের এই কর্মসূচি শুরু হয়।
বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে সে সময় জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কর্মসূচি জন্যর মঞ্চ প্রস্তুত। কিন্তু কোনো নেতা-কর্মী নেই।

বেলা সাড়ে ১১টার পর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মঞ্চের দিকে যেতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। আরও ১০ থেকে ১৫ মিনিট পর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কয়েক নেতা-কর্মীকে কর্মসূচির স্থানে আসতে দেখা যায়।

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে কর্মসূচির জন্য মঞ্চ করেছে গণতন্ত্র মঞ্চ

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ও সড়কের কিছু অংশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। কর্মসূচি চলাকালে নেতাদের বক্তব্য দিতে দেখা যায়।

কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুগপৎ আন্দোলনে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

সরকারবিরোধী এই যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে গণতন্ত্র মঞ্চ। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে এই মঞ্চ গঠিত।