ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘সত্যেন বোস পাঠাগার’-এ হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ বলেন, খুব সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন হলে ‘সাধারণ শিক্ষার্থী’র বেশে একাধিক মহলের অগণতান্ত্রিক আচরণের প্রদর্শন আমরা খেয়াল করছি। জগন্নাথ হলে জগৎখ্যাত বিজ্ঞানী সত্যেন বোসের নামানুসারে ‘সত্যেন বোস পাঠাগার’ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কর্তৃক পরিচালিত হয়ে আসছে দুই যুগের বেশি সময় ধরে। সেই পাঠাগারে গিয়ে হামলা-ভাঙচুর ও শিক্ষার্থী হেনস্তার ঘটনা রাজনৈতিক দুরভিসন্ধি বৈ ভিন্ন কিছু নয়।
সুহাইল আহমেদ বলেন, ‘এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের দাবি করছি। এর পাশাপাশি সত্যেন বোস পাঠাগারের স্বাভাবিক কার্যক্রম চালু ও হলে হলে এই সব মহলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাই। যে গণতান্ত্রিক পরিবেশের আকাঙ্ক্ষা নিয়ে এই রক্তক্ষয়ী সংগ্রাম ও অভ্যুত্থান সংঘটিত হয়েছে, আজকের সময়ে পরাজিত শক্তিগুলোর সেই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী আচরণের হীন উদ্দেশ্য সম্পর্কে ছাত্রসমাজকে সজাগ থাকার জন্য আহ্বান করছি।’