খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত আগামী শনিবার নয়াপল্টনের সমাবেশের ব্যাপারে সহযোগিতা চেয়ে ঢাকার পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। এ বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তিনজন নেতা ডিএমপির কার্যালয়ে গিয়ে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে কথা বলেন।
বিএনপির সূত্র জানিয়েছে, বিএনপির প্রতিনিধিদল যখন ডিএমপির কার্যালয়ে যায়, তখন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তাঁর দপ্তরে ছিলেন না। পরে তাঁরা ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে সমাবেশের বিষয়ে কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধিদল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে দলের চিঠি পৌঁছে দেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, তাঁরা (বিএনপির তিন নেতা) একটি আবেদন রেখে গেছেন। এটা কমিশনার দেখে সিদ্ধান্ত দেবেন।
অবশ্য অতিরিক্ত কমিশনারের সঙ্গে আলোচনা ও চিঠি পৌঁছানোর পর ডিএমপি কার্যালয়ে সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহিদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও তিনি এখনো বন্দী। তিনি ইচ্ছেমতো চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না।
স্বাধীনভাবে জীবনযাপন করা, রাজনীতি করা—সব কিছু থেকে বঞ্চিত। ২৯ জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তাঁর মুক্তির দাবিতে। সে অনুযায়ী, আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি।’
শহিদ উদ্দীন চৌধুরী দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, এই সমাবেশ থেকে যে আওয়াজ তৈরি হবে, তাতে মুক্তি দিতে বাধ্য হবে সরকার।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলে নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।