এবি পার্টি ‘তীব্র তাপদাহ, পরিবেশ ও জনজীবনে বিপর্যয়, দেশব্যাপী বিদ্যুৎ-সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে’ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে
এবি পার্টি ‘তীব্র তাপদাহ, পরিবেশ ও জনজীবনে বিপর্যয়, দেশব্যাপী বিদ্যুৎ-সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে’ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে

দেশে দাবদাহের জন্য ক্ষমতাসীনেরা দায়ী: এবি পার্টি

রাজধানীসহ দেশে যে দাবদাহ ও পরিবেশগত বিপর্যয় চলছে, তার পেছনে ক্ষমতাসীনেরা দায়ী বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। তাঁরা বলেছেন, দেশ গরমে পুড়লেও সরকারের কোনো বিকার নেই।

আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে ‘তীব্র তাপদাহ, পরিবেশ ও জনজীবনে বিপর্যয়, দেশব্যাপী বিদ্যুৎ-সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দলটির নেতারা।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের নদী, খাল, বিল—সবই নিঃশেষ হওয়ার পথে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা খাল, বিল দখল করে অবৈধভাবে দালানকোঠা নির্মাণ করেছেন। বন কেটে উজাড় করা হয়েছে। বনের গাছ কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং গাছ ও প্রকৃতি রক্ষায় বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তীব্র দাবদাহে রাজধানীবাসীর জনজীবন যে বিপর্যস্ত, এর বড় দায় ক্ষমতাসীনদের বলে অভিযোগ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সরকার নাকি বিদ্যুৎ উৎপাদন করে সয়লাব করে ফেলেছে, অথচ ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ দিশাহারা।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান প্রমুখ।