হরতালের সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বের করা মিছিল পণ্ড করে দেওয়া হয়েছে। এলডিপির অভিযোগ, তাদের মিছিল পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর বিজয়নগরে স্কাইলার্ক পয়েন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, এলডিপির একটি মিছিল নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকের দিকে এগোচ্ছিল। একই সময় ৫০টির বেশি মোটরসাইকেলের একটি বহর নাইটিঙ্গেল মোড়ের দিক থেকে পুরানা পল্টনের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের অনেকের গায়ে একই ধরনের টি-শার্ট ছিল। টি–শার্টে ক্ষমতাসীন দলের লোগো ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এলডিপির মিছিলের পেছনে ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর। এলডিপির মিছিলের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর এগোতে পারছিল না। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলডিপির মিছিলটি পণ্ড করে দেন। এলডিপির নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চলে যান।
পরে এলডিপির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হরতালের সমর্থনে আমরা ছিল বের করেছিলাম। কিন্তু আমাদের মিছিলটি আওয়ামী লীগের নেতা-কর্মীরা পণ্ড করে দিয়েছেন। তাঁরা প্রথমে আমাদের ব্যানার সরিয়ে ফেলেন। পরে ধস্তাধস্তি শুরু করলে আমরা সরে যাই।’
মিছিল শেষ পুরানা পল্টনে এলডিপির নেতা-কর্মীদের একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা ছিল। কিন্তু মিছিল পণ্ড হওয়ায় তাঁরা শেষ পর্যন্ত সমাবেশ করেননি।
জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও একই সময়ে হরতাল দিয়েছে।