রাজধানীর বিজয়নগরে আজ সোমবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সমাবেশ
রাজধানীর বিজয়নগরে আজ সোমবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সমাবেশ

বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই: এবি পার্টি

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে ১০টি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ সোমবার রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব আহ্বান জানান দলটির নেতারা। তাঁরা বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা করেন দলটির নেতারা। এর আগে একটি সমাবেশ করা হয়। দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাবের সভাপতিত্বে সমাবেশে ১০টি আহ্বান তুলে ধরেন সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু)।

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ অভিহিত করে সমাবেশে মজিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, তাকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। কোনো অবস্থায়ই জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

এবি পার্টির ১০টি আহ্বানের মধ্যে কয়েকটি হলো দেশ গঠনে ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে একযোগে কাজ করতে হবে; ভারতীয় বিশেষ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক পক্ষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ করতে হবে; সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষা করতে হবে; আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে যে হত্যা, ধ্বংসযজ্ঞ  ও নৃশংসতা চালানো হয়েছে, অবিলম্বে তার সুষ্ঠু বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে; সরকার ও ছাত্র-জনতার সমন্বিত পদক্ষেপে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে; কলকারখানা সচল করে ব্যবসা-বাণিজ্যে গতি আনতে হবে এবং দেশের অর্থনীতিতে নতুন করে সংস্কার করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

এবি পার্টির সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যোবায়ের আহমেদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হেলাল উদ্দিন ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাতসহ কেন্দ্রীয় নেতারা।