বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এক বক্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ‘লেখাপড়া’ ও ‘জানাশোনার’ ঘাটতি আছে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। কোনো বন্দীর বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। রুহুল কবির রিজভী বলেন, কারাবন্দী অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অনেক নজির রয়েছে।
রিজভী বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার নামে আপনি মানহানির মামলা দিলে দিতে পারেন। আপনার লেখাপড়ায় ঘাটতি আছে, জানাশোনায় ঘাটতি আছে। জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত জাসদ নেতা আ স ম আবদুর রবকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল।’
খালেদা জিয়ার ডায়াবেটিস, আর্থ্রাইটিস সমস্যা, তাঁর চোখ, লিভার, কিডনি ও হার্টে জটিল সমস্যার কথা উল্লেখ করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জরুরি ভিত্তিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা কেন হবে না, পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন রিজভী।
এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বন্দী অবস্থায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাজনীতিকদের বিদেশে উন্নত চিকিৎসার কিছু নজির দেখান। রাশিয়ার বিরোধীদলীয় নেতা এলেক্সিস লাভলিনকে কারাদণ্ড স্থগিত রেখে উন্নত চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে পাঠানো, চীনের নোবেলজয়ী লুই জিয়াও বু স্ত্রী লি জিয়াওকে কারাবন্দী অবস্থায় কানাডা পাঠানো এবং সৌদি আরবে ভিন্ন মতাবলম্বী লেখক ও ব্লগার বাদাও গৃহবন্দী থাকা অবস্থায় স্ত্রী-সন্তানসহ দেশের বাইরে পাঠানো এবং জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত জাসদ নেতা আ স ম আবদুর রবকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানোর ঘটনা তুলে ধরেন।
এসব ঘটনা পররাষ্ট্রমন্ত্রী জানেন কি না, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আপনি জানেন না বিএনপি কতটা মানবিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কারাদণ্ডপ্রাপ্ত আ স ম আবদুর রবকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানোর আগে তাঁর গ্রামের বাড়িতেও ঘুরিয়ে আনা হয়েছিল। এটা বিএনপির ইতিহাস, মানবিকতার ইতিহাস।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী যুবদল খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল করে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে মাহফিলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।