ইসি সচিব শফিউল আজিম
ইসি সচিব শফিউল আজিম

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে প্রথম চার ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম আজ বুধবার বেলা একটার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আজ সকাল আটটা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির নতুন সচিব শফিউল আজিম সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে। এ ধাপে ৫ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৩ হাজার ৪২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বিকেলে ভোটার উপস্থিতি বাড়ে। দিন শেষে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়।

ইসি সচিব জানান, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি। ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে জরিমানা করা হয়েছে।