নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটি বলছে, এই সরকারের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘এই সরকার ২০১৪ এবং ’১৮ সালে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা-প্রহসন করেছে। এই সরকারের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই সরকারের পতন ঘটিয়ে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়াজ তুলেছে। সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিতে হবে।’
আজ শুক্রবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, সংবিধান সংস্কার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের এক দফা দাবিতে গণসমাবেশ করে পরিষদ। সেখানে নুরুল এসব কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শেখ হাসিনার অধীনে আর একটি নির্বাচনও গণ অধিকার পরিষদ হতে দেবে না। দেশে আগামী দিনে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তিনি বলেন, অতীতে যতগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আজকে সরকার ফাঁকা মাঠে খেলতে চায়।
সমাবেশে সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, নুরে এরশাদ সিদ্দিকী, ফাতেমা তাসনিম প্রমুখ। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।