শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন। তাদের লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তাদের এক দফার মূল কথাই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করা তাদের মিথ্যাচারের অংশ বলে মনে করি।’
আজ রোববার রাতে গণভবনের গেটে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সংবিধানের বাইরে কারও দাবি মেনে নেবে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। তিনি থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, তখন নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা।
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে, এমন অবস্থায় আপনারা কি করবেন—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশেই হোক, বিদেশ থেকে হোক আমাদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে, সেই বিধান আমাদের সংবিধানে রয়েছে। কাজেই আমরা যাই করি সংবিধানসম্মতভাবেই করব। এর বাইরে দেশ থেকে, বিদেশ থেকে কে কোন চাপ দিল, নিষেধ করল, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’