নির্বাচনে তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে মিছিল করে গণফোরাম (একাংশ)। ঢাকা, ১৩ ডিসেম্বর
নির্বাচনে তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে মিছিল করে গণফোরাম (একাংশ)। ঢাকা, ১৩ ডিসেম্বর

লোকদেখানো নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করতে লোকদেখানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণফোরামের (একাংশ) নেতারা। তাঁরা বলেছেন, এই ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা দখল করতে দেবে না বাংলাদেশের জনগণ।

আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে গণফোরাম নেতারা এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, মিথ্যা মামলায় গ্রেপ্তার বিরোধী নেতা–কর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপী ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিজয়নগর পানির ট্যাংক থেকে মিছিল বের করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। পুরানা পল্টন মোড় হয়ে তোপখানা রোড দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী অভিযোগ করেন, সরকার প্রতিনিয়ত জনগণকে শোষণ, নিপীড়ন করছে। দেশের মানুষ এই সরকারের পতনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানীসহ প্রমুখ।