সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ চায় বাম গণতান্ত্রিক জোট

রাজধানীর হাজারীবাগে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে
ছবি: সংগৃহীত

সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। দলটি মনে করছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজারে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) হাজারীবাগ থানা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় এই সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, মঞ্জুর মঈন, বাসদের ঢাকা মহানগর কমিটির নেতা খালেকুজ্জামান, ফারুক হোসেন, হারুনুর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসনপ্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। এখন এই সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলছে।

বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার বিপুল দেনার চাপ ও তহবিলসংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে আমদানি বিল পরিশোধ এমনকি জরুরি ভোগ্যপণ্য আমদানির অনুমতি আটকে থাকছে। ফলে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে।  নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সীমাহীন দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।