নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেনসহ তিনজনকে অপহরণ করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফুল হাবীবকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁকে ২২ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় নির্বাচনে কমিশনে হাজির হয়ে অপহরণের ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা বলা হয়েছে।
লুৎফুল হাবীবকে তলবের এই নোটিশ আজ তাঁকে পাঠানো হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মো. আতিয়ার রহমান।
১৫ এপ্রিল প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন, তাঁর ভাইসহ তিনজনকে অপহরণের ঘটনা ঘটে। তাঁরা সেদিন নাটোর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে অনলাইন আবেদনপত্রের কপি জমা দিতে গেলে কয়েক ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। পরে তাঁকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে যায়। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়। দৈনিক প্রথম আলোয় ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়।
অভিযুক্ত লুৎফুল হাবীবকে পাঠানো নোটিশে ইসি বলেছে, ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা পাওয়া গেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায়, প্রথম আলো পত্রিকায় ও সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া তথ্যের সত্যতা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতেই লুৎফুল হাবীবকে হাজির হয়ে ব্যাখ্যা নোটিশ দেওয়া হয়েছে বলে ইসি উল্লেখ করেছে।