রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক সভায় বক্তব্য দেন ইউনুছ আহমাদ
রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক সভায় বক্তব্য দেন ইউনুছ আহমাদ

যেনতেন নির্বাচনের মাধ্যমে নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সরকারের প্রতি ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেনতেন কোনো নির্বাচনের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক সভায় এই আহ্বান জানান ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, স্বাধীনতার ৫৩ বছরে নির্বাচন করে অনেক সরকার ক্ষমতায় এসেছে; কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোটাধিকার নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সরকারের সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারেনি।

ইউনুছ আহমাদ আরও বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। বরং সব সরকারের সময়েই দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয়–প্রশ্রয়ে আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ বনে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।