অভিমত

বিএনপির মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ

আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

সরকারবিরোধী আন্দোলনের শুরু থেকেই আমরা অহিংস ও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছি।

আমাদের আজকের মহাসমাবেশও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া আছে।

আমরা আজকের সমাবেশসহ আগামী দিনেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালনের চেষ্টা করে যাব।

তবে আমাদের মহাসমাবেশের জায়গা নিয়ে পুলিশ ও সরকারের পক্ষ থেকে একটা অস্থিরতা ও অনিশচয়তা সৃষ্টি করা হয়েছিল। এ ছাড়া আওয়ামী লীগ আমাদের কর্মসূচির আগের তারিখে বৃহস্পতিবার পাল্টা সমাবেশ ডেকেছিল।

কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে আমরা এক দিন পিছিয়ে আজ শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। আমরা দেখলাম, আমাদের সমাবেশ পেছানোর ঘোষণা দেওয়ার পরপরই গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগও আজ একই দিনে ও একই সময়ে তাদের সমাবেশ করবে বলে ঘোষণা দিল।

আমাদের মহাসমাবেশের অনুমতি দেওয়ার ব্যাপারে অস্থিরতা সৃষ্টি করা এবং আমাদের সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ পেছানোর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি করতেই পারে।

এখন আমাদের আজকের সমাবেশ থেকে কোনো শঙ্কা আমি দেখি না। কিন্তু আওয়ামী লীগের সমাবেশ থেকে উসকানি দেওয়া হলেও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালনের চেষ্টা করবো।

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, স্থায়ী কমিটি, বিএনপি