বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে ঢাকায় অনশন কর্মসূচি পালন করেছে ১২–দলীয় জোট।
বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা এই জোট আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকের পাশে কর্মসূচিটি পালন করে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘অনির্বাচিত সরকার খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে কারাগারে রেখেছে। আমরা তাঁর মুক্তি চাই। আশা করি, প্রধানমন্ত্রীর বোধোদয় হবে। তিনি নির্বাহী আদেশে মুক্তির ব্যবস্থা নেবেন।’
তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।