নির্বাচনে এক পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির কাজ চলছে, এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। তিনি বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সংকট স্পষ্ট।
আজ বুধবার ঢাকার তোপখানা রোডে এক সমাবেশে এ কথা বলেন শরীফ নূরুল আম্বিয়া। স্বৈরশাসক এরশাদের পতন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাসদ। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, আওয়ামী লীগ গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন না করে মহাজোটের সদস্য ও স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে নির্বাচন করছে। এই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। ক্ষমতাসীনদের দল ভাঙার খেলা সফল হয়নি।
সরকারের ভুল রাজনীতি দেশকে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার মধ্যে নিয়ে গিয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, গণতন্ত্রের সংকট এখানে স্পষ্ট। লুটপাট ও দুর্নীতিকে টিকিয়ে রাখতে সরকার মানবাধিকারের গলা টিপে ধরছে। বিচার বিভাগকে প্রশ্নের সম্মুখীন করে ফেলছে।
দলটির নেতারা নির্বাচনী তফসিল বাতিল করে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন। দলের ঢাকা বিভাগীয় নেতা ইউনুছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু প্রমুখ।