ছাত্রলীগ অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোটের (চট্টগ্রাম) এক প্রতিবাদ সমাবেশে বলা হয়, ছাত্রলীগের অসভ্যতা, গুন্ডামি, হামলা-নির্যাতন আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। গুন্ডামি, হামলা চালিয়ে বাম প্রগতিশীল শক্তির কণ্ঠরোধ করতে পারবে না ছাত্রলীগ।
গতকাল শনিবার নগরের নিউমার্কেট এবং বোয়ালখালী স্যার আশুতোষ কলেজে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাম নেতারা বলেন, চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজের সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করছিল ছাত্র ইউনিয়ন। এটা কোনো সরকারবিরোধী কর্মসূচি ছিল না। এরপরও ছাত্রলীগ তাতে হামলা করে। এর প্রতিবাদে বিকেলে নিউমার্কেট মোড়ের কর্মসূচিতেও হামলা করেছে। নেতা–কর্মীদের আহত করেছে।
তাঁরা বলেন, ছাত্রলীগ সারা দেশে বিভিন্ন স্থানে সিপিবিসহ বাম সংগঠনের নেতা–কর্মীদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। সামনে হয়তো আরও কঠিন সময় আসছে। ছাত্রলীগ আরও বেপরোয়া আচরণ করতে পারে। সরকার আরও বেশি কর্তৃত্ববাদী আচরণ করতে পারে। ছাত্রলীগের অসভ্যতাকে আর ছাড় দেওয়া হবে না। এখন থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাম নেতা–কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকতে হবে।
চট্টগ্রামের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্ক্সবাদী) নেতা সফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ এবং সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।