জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি

৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন আলাউদ্দীন মোহাম্মদ, তাজনূভা জাবীন, ফয়সাল মাহমুদ, মুহাম্মদ হাসান আলী, মুস্তাফিজুর রহমান, মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম, মাহবুব আলম, নাহিদা সারোয়ার চৌধুরী, এস এম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া, আলী আহসান জুনায়েদ, তাসনিম জারা, মনিরা শারমিন, আবদুল্লাহ আল আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, রাফে সালমান রিফাত, মুশফিক–উস–সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন, আশরাফ উদ্দিন ও আকরাম হুসাইন।

বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যসংখ্যা হচ্ছে ১৪৭ জন। এঁদের মধ্যে আটজন যুগ্ম আহ্বায়ক, আটজন যুগ্ম সদস্যসচিব, পাঁচজন সহমুখপাত্র, চারজন যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জন সংগঠক। এই ৩৯ জন বাদে অন্যরা (১০৮ জন) জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হিসেবে আছেন। এবার এই দুই অংশ থেকে ৩৬ জনকে নিয়ে নির্বাহী কমিটি করা হলো।

আরও তিন থানা–উপজেলায় কমিটি

নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও তিন থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গত ২৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় ৫৬ সদস্যের, ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ৬৭ সদস্যের ও ফেনী সদর উপজেলায় ৯০ সদস্যের কমিটি অনুমোদন করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

এ নিয়ে দেশের ১০৮টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৬টি। এর বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিনিধি কমিটি করা হয়েছে। ঢাকার কমিটিগুলোর মোট প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৬।

অন্যদিকে সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ ঢাকার বাইরে বিভিন্ন জেলার ৮২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এসব কমিটির মোট প্রতিনিধির সংখ্যা ৮ হাজার ৫৫২।

ঢাকা ও ঢাকার বাইরের কমিটিগুলো মিলিয়ে থানা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ১১ হাজার ৩১৮ জন।