মহানগরের বাইরে ঢাকা জেলার পাঁচ আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শোয়েব শাত-ঈল ইভান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। মহানগরের বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।
মহানগরের বাইরে ঢাকা জেলার উপজেলাগুলো নিয়ে পাঁচ আসন গঠিত। সেগুলো হলো ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা), ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন), ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ও ঢাকা-২০ (ধামরাই উপজেলা)।
শোয়েব শাত-ঈল ইভান বলেন, ঢাকা-১ আসন থেকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পক্ষে আবদুর রহিম ও জাকের পার্টির পক্ষে মো. লুৎফর রহমান খান, ঢাকা-২ থেকে জাকের পার্টির পক্ষে মো. আবুল কালাম, ঢাকা-৩ থেকে জাকের পার্টির পক্ষে আবদুল রাজ্জাক, ঢাকা-১৯ থেকে জাকের পার্টির পক্ষে মো. শামসুদ্দিন আহম্মেদ, ঢাকা-২০ থেকে জাকের পার্টির পক্ষে মো. সাইদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। আজ রোববার ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।