দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করতে তৃতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
সংসদ নির্বাচনের জন্য গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। কাল মঙ্গলবার বিকেল ৪টায় এ কার্যক্রম শেষ হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
সরেজমিন দেখা যায়, সকাল ১০টার আগেই বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে অনেক মনোনয়নপ্রত্যাশী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসেছেন। মিছিল, স্লোগানে উৎসবমুখর দলীয় কার্যালয়ে একজনের পর একজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে অতিরিক্ত লোক না আনার নির্দেশনা দেওয়া থাকলেও বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী বিপুলসংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসেছেন। মানুষের উপচে পড়া ভিড়ের কারণে গুলিস্তান এলাকায় গত দুই দিনের মতো আজও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের বিপরীতে এর আগে গত শনিবার ও গতকাল রোববার দুই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করেছে। ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।