জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি

সংখ্যালঘুদের ওপর যেন আক্রমণ না হয়, সতর্ক থাকার আহ্বান গণতন্ত্র মঞ্চের

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেন কোনো আক্রমণ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সব রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকী।

আজ মঙ্গলবার গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলো বিশেষ করে সাম্প্রদায়িক আক্রমণের ঘটনা বন্ধ করতে হবে।

ছাত্র–জনতার আন্দোলনে যে বিজয় এসেছে, তার সাফল্য যাতে ভিন্ন দিকে না যায়, সে জন্য সবাইকে সংযমের পরিচয় দেওয়ার আহ্বান জানান জোনায়েদ সাকী। তিনি বলেন, কর্তৃপক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

জোনায়েদ সাকী জানিয়েছেন, গতকাল সোমবার সেনাবাহিনীর প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের যে বৈঠক হয়েছে, সেই দুটি বৈঠকেও তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ তুলে ধরেছেন।