কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দল-মতনির্বিশেষে চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন আমির হোসেন আমু। এ সময় জোটের শরিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করল, সেটা বিবেচনায় আনা হবে না। তেমনি দোষী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।
আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, আহত ব্যক্তিরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।
এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা। এই আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। তিনি এ–ও বলেন, ১৪–দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।
এর আগে ১৪ দলের নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাঁদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক, তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।