‘আয়নাঘর’ নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটি দল ও সংগঠনের এই জোটের সভা থেকে এ দাবি জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণসংহতি আন্দোলন কার্যালয়ে জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘনের যে নগ্ন তৎপরতা জারি রেখেছে, তার আরেকটি প্রকাশ হলো সম্প্রতি ‘নেত্র নিউজ’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আয়নাঘর’। গণতন্ত্র মঞ্চ অবিলম্বে এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায়।
সভায় অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ২৭ আগস্ট ঢাকায় সমাবেশ, বিক্ষোভ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।