পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে শত শত পিকআপ নিয়ে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বেলা তিনটায় বিজয় শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এখানে জড়ো হন।
আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সারা দেশেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন একই দিন বিজয় শোভাযাত্রা করবে।
অবশ্য বিজয় শোভাযাত্রাটি গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় শোক পালন করায় এক দিন পিছিয়ে আজ শোভাযাত্রা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের সড়কে হাজারো নেতা-কর্মী জড়ো হয়েছেন। বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়নি।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করবে আওয়ামী লীগ। এ জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরেজমিনে আরও দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে নৌকার প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। পিকআপে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে পোস্টার টানানো হয়েছে। পিকআপগুলোতে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানটি অনবরত বাজানো হচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় জামে মসজিদের সামনে থেকে হাইকোর্টের সামনের সড়ক পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।