রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার দুপুরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস–হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার দুপুরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস–হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস–হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তাঁদের এ সাক্ষাৎ হয়।

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা মাহদী আমিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস–হোর্তা চার দিনের সফরে ঢাকায় এসেছেন গত শনিবার রাতে।