নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আজও বিএনপির কার্যালয়ে তালা, পুলিশের অবস্থান

বিএনপির বর্জনের মধ্যে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট বর্জন কর্মসূচি সফল করতে দলটি আজ রোববার হরতালও পালন করছে। তবে আজও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীর দেখা নেই।

বেলা ১১টার দিকে দেখা যায়, বিএনপি কার্যালয়ে আগের মতোই তালা দেওয়া। মূল ফটকের সঙ্গে থাকা চেয়ারসহ সবকিছুতেই ধুলার আস্তর পড়েছে। কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতা-কর্মীর উপস্থিতি নেই।

তবে সেখানে পুলিশের পাশেই একজন বৃদ্ধ নারী অনবরত সরকারের বিরুদ্ধে প্রলাপ বকে যাচ্ছেন। কখনো কখনো ওই নারী উপস্থিত পুলিশ সদস্যকে বলছেন, ‘আমাকে গ্রেপ্তার করেন স্যার।’

আজও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে

কার্যালয়ের পাশে বেশ কিছু পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেল। পুলিশের একটি গাড়িও রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকাল থেকে কোনো বিএনপির নেতা-কর্মীকে এখানে দেখা যায়নি।

বিএনপির কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। সেই থেকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে। আজ ভোটের দিনে বিএনপির কার্যালয়কে ঘিরে একই চিত্র দেখা গেল। তবে বিএনপির কার্যালয় নিয়ন্ত্রণে রাখার বিষয়টি অস্বীকার করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।