৬১টি জেলার চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী তালিকা প্রকাশ

আওয়ামী লীগের লোগো
আওয়ামী লীগের লোগো

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আওয়ামী লীগের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে এসব পদে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি ৬১টি জেলা পরিষদের মেয়াদ গত ১৭ এপ্রিলে শেষ হয়। এরপর ২৭ এপ্রিল বিদায়ী চেয়ারম্যানদের নিজ নিজ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসন শূন্য হয়। গাইবান্ধায় উপনির্বাচন হবে ১২ অক্টোবর।