মুন্সিগঞ্জ পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের অপেক্ষায় কর্মকর্তারা
মুন্সিগঞ্জ পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের অপেক্ষায় কর্মকর্তারা

মুন্সিগঞ্জ-৩ আসনের এক কেন্দ্রে প্রথম আধঘণ্টায় নারী ভোট নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের একটি কেন্দ্রে প্রথম আধঘণ্টায় কোনো নারী ভোট পড়েনি।

কেন্দ্রটির নাম মুন্সিগঞ্জ পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ২৯৮ জন। পুরুষ ভোটার ২ হাজার ১৬০ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মুন্সিগঞ্জ পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, এই সময়ের মধ্যে কোনো নারী ভোটার আসেননি। ফলে কেন্দ্রে কোনো নারী ভোট পড়েনি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের নারী বুথের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, প্রথম আধঘণ্টায় কেন্দ্রে কেন কোনো নারী ভোটার আসেননি, তা তিনি জানেন না। এটা তাঁর দেখার বিষয়ও না। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।

কেন্দ্রটিতে মোট বুথ নয়টি। এর মধ্যে পুরুষ বুথ চারটি, নারী বুথ পাঁচটি।

পুরুষের চারটি বুথে প্রথম আধঘণ্টায় ৭টি ভোট পড়েছে বলে জানা গেছে।

কেন্দ্রের পুরুষ বুথের প্রিসাইডিং কর্মকর্তা মিহির কুমার পাইক প্রথম আলোকে বলেন, ‘ভোটার উপস্থিতি কেন কম, তা জানি না। এটা আমার দেখার বিষয় নয়।’

প্রথম আধঘণ্টায় কেন্দ্রের নয়টি বুথ ঘুরে দেখা যায়, সবখানে নৌকা প্রতীকের এজেন্ট আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি।

আসনটির মোট প্রার্থী ১০ জন। এই কেন্দ্রে প্রথম আধঘণ্টায় অন্য প্রার্থীদের এজেন্টও দেখা যায়নি।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ভোট দিলেন সাকিব, আশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে

ভোট দিলেন প্রধানমন্ত্রী, বললেন জনগণের ওপর বিশ্বাস আছে, নৌকার জয় হবে

স্থানীয় লোকজন জানান, মুন্সিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত দুই প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মৃণাল কান্তি দাস ও স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) মোহাম্মদ ফয়সাল।

মৃণাল কান্তি দাস এই আসনের দুইবারের সংসদ সদস্য। ফয়সাল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।