দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়নপত্র কিনেছেন ৩৯১ জন। আজ মঙ্গলবার ছিল জাসদের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।
জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একই দিন বেলা তিনটায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
১৮ নভেম্বর জাসদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সশরীর বা অনলাইনে দল নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ ছিল। শেষ দিনে আজ ৮৭ জন মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া প্রথম দিনে ২১৩ জন, দ্বিতীয় দিনে ৪০ জন এবং তৃতীয় দিনে ৫১ জন মনোনয়নপত্র কিনেছেন।
জাসদ সূত্রে জানা গেছে, এবারও দলটি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। বর্তমানে দলটির চারজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচিত ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।