বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মিছিলে অবরোধের সমর্থনে স্লোগান দেওয়ার পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন দাবি করা হয়।
অবরোধের সমর্থনে আজ সকাল সাতটার দিকে শাহবাগ মোড় থেকে ছাত্রদলের মিছিল শুরু হয়। পরীবাগের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
ছাত্রদলের এই ঝটিকা মিছিলে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম ইজাজুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায়, মাছুম বিল্লাহ, তরিকুল ইসলাম, নাছির উদ্দিন, রাজু আহমেদ, নাহিদুজ্জামান শিপন, নূরে আলম ভূঁইয়া, বিজয় একাত্তর হল শাখার জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বজলুর রহমান, প্রচার সম্পাদক তানভীর আল হাদী অংশ নেন।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার সকাল ছয়টায়। ৪৮ ঘণ্টার এ কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।