রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। অনুমোদন ছাড়া ভবনটিতে এত দিন কীভাবে ব্যবসা চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।
আজ শনিবার রাজধানীর বিজয়নগরে বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এবি পার্টির নেতারা। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে এবি পার্টির নেতারা বলেন, ক্যাপাসিটি চার্জের নামে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতেই একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে দলটির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, দাম নিয়ন্ত্রণ করতে না পেরে জনগণকে আইন হাতে তুলে নিতে উসকানি দিলে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
দলটির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এবি পার্টি।
সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ।