রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

আসন ভাগাভাগিতে বরিশাল–৩–এর বদলে ২ পেলেন মেনন

বরিশাল–৩ নয়, বরিশাল–২ আসন থেকে নির্বাচন করবেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। উজিরপুর ও বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল–২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস।

এখন রাশেদ খান মেনন ওই আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।  ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল–২ আসনে ছাড় দেওয়ার কথা আজ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ।

মেনন বরিশাল–২ ও ৩, দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁকে বরিশাল–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বরিশাল–৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী রয়েছেন। এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না।

শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে বরিশাল–৩–এর বদলে বরিশাল–২ আসনে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার কথা জানানো হয়েছে।

রাশেদ খান মেনন শুক্রবার প্রথম আলোকে জানিয়েছেন, তিনি এখন তাঁর পুরোনো বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল–২ আসনে নির্বাচন করেছিলেন।