বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, তাঁরা যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে এ কথা বলেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সাদাপোশাকের পুলিশ আটক করেছে বলে দল ও পরিবার জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটি আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে।
আজ সকালে ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জানি সরকার আমাদের বাধা দেবে, তারপরও আমরা মাঠে নামব। ১০ ডিসেম্বর আমরা যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করব।’
আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন নির্ধারিত রয়েছে। তবে দলটি এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি।
সমাবেশস্থল নির্ধারণ নিয়ে আলোচনার মধ্যে গত বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন।
সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পুলিশের করা এসব মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। চার মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৮৫ জনকে।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে রাজধানীতে পুলিশের পাহারা আরও জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশমুখগুলোতে দুই দিন আগে বসানো হয় পুলিশের তল্লাশিচৌকি। এসব চৌকিতে তল্লাশি আরও কড়াকড়ি করা হয়েছে।
একই সঙ্গে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। তারা গতকাল রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল করেছে। আজও তারা ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা ও পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির নেতা-কর্মীরা যাতে মিছিল নিয়ে বের হতে না পারেন, সে জন্য আজ শুক্রবার এবং কাল শনিবার রাজধানীর পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।