দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে যাননি বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, জনগণ এমনকি রাস্তায় বের হননি। রাস্তাঘাট ছিল জনশূন্য। কেন্দ্রগুলো ছিল ফাঁকা।
আজ রোববার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ভোটকেন্দ্রে না যাওয়ায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন দলটির নেতারা।
বেলা একটায় দলীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ। আজ ভোটকেন্দ্রে ভোটারদের দেখা যাচ্ছে না। কেন্দ্রে রয়েছে সরকারের কর্মকর্তা–কর্মচারী ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’
এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান বলেন, ‘শহীদ ফেলানী দিবসে আজ একটি প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বকেও কাঁটাতারে ঝোলানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ এই দুরাচার সরকারের তামাশার নির্বাচনে অংশ নেয়নি। আমরা দেখলাম, ভোটকেন্দ্রে আজ আওয়ামী লীগের বহু লোকও অনুপস্থিত। আমরা জনগণকে এই নীরব ভোট প্রত্যাখ্যানের জন্য ধন্যবাদ জানাই।’
আরও পড়ুনঃ
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বিমান হামলার সাইরেন বাজালে যেমন মানুষ ঘরে আবদ্ধ থাকে, সুনসান নীরবতা, তেমনি আজকের রাস্তাঘাটও জনমানবশূন্য। কিছু সুবিধাভোগী লোক ভোটকেন্দ্রে গেছে। লজ্জাজনক ব্যাপার হচ্ছে, এই একতরফা নির্বাচনের মধ্যেও আওয়ামী লীগ ব্যালট পেপারে সিল মারার উৎসবে মেতেছে।’
এ সময় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাবসহ উপস্থিত অন্য নেতারা।