অভিমত

রাজনৈতিক পরিস্থিতি জটিলতর হচ্ছে 

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পরিস্থিতি নিয়ে অভিমত দিয়েছেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক

আবুল কাসেম ফজলুল হক
আবুল কাসেম ফজলুল হক

দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতি সামনে কেমন হবে, তা নিয়ে জনমনে নানা শঙ্কা রয়েছে। অল্প সময়ে এই পরিস্থিতি ভালো হবে, সে সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতারা যেভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন, তা শত্রুতামূলক মনে হয়।

রাজনৈতিক আন্দোলনে এখনো দেশে রক্তপাত হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে রক্তপাত বেড়ে যাবে। সাধারণ নাগরিক হিসেবে সরকারের উদ্দেশে বলব, সংলাপ করে সমাধানের পথে যান। কেবল বিদেশি শক্তির ওপর নির্ভর করলে পরিস্থিতি শান্ত হবে না। আমেরিকা হোক বা ইউরোপীয় ইউনিয়ন হোক, তারা নিজেদের স্বার্থই দেখবে। তাই দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, সর্বজনীন কল্যাণে তাঁরা যেন নিজেদের মধ্যে আলোচনায় বসেন।

রাজনীতির বর্তমান ধারায় অচলাবস্থা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আরেকটু নমনীয় হতে পারে। আলোচনা-সংলাপ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন দেশের রাজনৈতিক সংকটে ক্ষমতাসীনেরাই সমাধানের উদ্যোগ নেন। আমাদের দেশে এই ব্যাপারটি নষ্ট হয়ে গেছে।

আবুল কাসেম ফজলুল হক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক