আন্দালিব রহমান পার্থ
আন্দালিব রহমান পার্থ

লুটপাট-হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান আন্দালিবের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দেশে সহিংসতা, লুটপাট ও সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আন্দালিব রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, এটা সর্বসম্মত। তিনি বলেন, চলমান সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। এ মুহূর্তে যেহেতু রাষ্ট্রপতিই অভিভাবক। অন্য সময়ের চেয়ে এখন রাষ্ট্রপতির দায়িত্ব অনেক বেশি। মারামারি, লুটপাট বন্ধ করতে হবে। সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার-নিপীড়ন হচ্ছে, তা বন্ধ করতে হবে।

পুলিশ প্রসঙ্গে আন্দালিব বলেন, সব পুলিশ সদস্য খারাপ নন। সবাই দলীয় নন। পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। গত ১৫–১৬ বছরে বিগত সরকারের সঙ্গে অনেক ব্যবসায়ীর সম্পর্ক ছিল। কিন্তু সবাই যে দলীয়ভাবে সালমান এফ রহমান বা এস আলমের মতো কাজ করেছে, তা নয়।

ব্যবসায়ীদের আস্থা ফেরানোর কথা উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, সবার মধ্যে যদি ভয় ঢুকে যায়, তাহলে অর্থনীতি হুমকিতে পড়বে। ভালো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। রিজার্ভের (বৈদেশিক মুদ্রা) অবস্থা খারাপ। বিগত সময়ে যে দুর্নীতি, অর্থ পাচার হয়েছে, তা অন্য কোথাও হয়নি। যে ক্ষতি গত কিছুদিনে হয়েছে; সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যান, তাহলে অর্থনীতি ভেঙে পড়বে। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এসব বিষয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মহাখালীতে সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত ২৫ জুলাই আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়। ৬ আগস্ট তিনি জামিন পান।