বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ভয়াবহ দুঃশাসন চলছে দেশে

দেশে ভয়াবহ দুঃশাসন চলছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের সীমাহীন নিপীড়ন–নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারে না।’

গতকাল মঙ্গলবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেন বিএনপির নেতা–কর্মীরা।
রিজভী বলেন, ‘আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। চোখের ভাষায় বোঝা যায় তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের সীমাহীন নিপীড়ন–নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে, তাদের নামে হবে নাশকতাসহ ভয়ংকর সব মামলা।’

রিজভী বলেন, ‘এ দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমিও আহত হয়েছি, আমার পেটে গুলি লেগেছিল। সেই গণতন্ত্রের আন্দোলনের চিহ্ন এখন আমি বয়ে বেড়াচ্ছি। এখনো কেন এই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে? এখনো কেন মতপ্রকাশের স্বাধীনতার জন্য কথা বলতে হচ্ছে।’

বিএনপি ও সমমনা দলের নেতা–কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যে লিফলেট বিতরণ করছি আপনাদের কাছে, অনুরোধ করব, এই লিফলেট প্রতি ঘরে ঘরে নিয়ে যাবেন। সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন।

এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ঘরে নিয়ে যেতে হবে। কারণ, এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে আপনারা যে লিফলেট বিতরণ করছেন, জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে।’

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ১০৫ জনের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ৪টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৩২৫ জনের বেশি নেতা–কর্মীকে।